মাগো তোমার মুখ যে আমার  আয়না ,
ভুবনের প্রভাত রাঙা রবির আলো,  
তোমার  হাসি মাগো ঐ নীলাকাশ
চিরশৃঙ্খল তোমার আদর্শ ভুবন মাতালো।

কোনো এক পৌষের রাতে কুয়াশাভোরে
মাগো ফুটিলাম আমি  যে ফুল,  
ঘামে ভেজা  শরীরে  প্রসব বেদনায়
ঠোঁটে হাসি রেখে নিলে কোল।  

ভুবন আলোয় আমি কাঁদলাম না বলে
তোমার নয়ননীরে কত হাহাকার,
বড় ছেলে হারিয়েছ জন্মের পঞ্চম দিনে
তাই তো  আমি এলাম তোমার দরবার।

তোমার  চোখে সেদিন  মহাসমুদ্রের ঢল
দেখলাম প্লাবনে প্লাবিত চোখের মনি,
তোমার  যাতনা কিছু ভুলাবো বলে
কেঁদে উঠতেই, যেন পেলে সুখের  খনি।  

মাগো, পৌষ-মাঘের  কণকণে শীতে  
লুকিয়েছ মোরে ঐ আঁচলের তলে ,  
মধুর মধুর কত গান শুনিয়ে  ঘুম পারাতে
কত গদ্য ,কবিতা, রম্য কথার ছলে।  

একবার অসুখের বানে তুমি বিধ্বস্ত
কেঁদে কেঁদে ভাসিয়ে  দিলে মন,  
টানা এক সাপ্তাহের ডায়রিয়ার কবলে
আমি  ক্লান্ত, প্রার্থনারত সারাক্ষণ।  

সেদিন আমার মুখের হাসি দেখে তুমি
যেন এই দুনিয়া করলে জয়,  
মাগো তুমি আনন্দময়ী মমতাময়ী
"মা" শব্দের নেই কোনো ক্ষয়।


রচনাকাল
২৯। ৭। ২০১৭
আবুধাবী