নগ্ন ফুলের কলির আলোয়
সূর্য আড়ালে হাসে,
ফুল ঝুরিতে ভোরের আলো
দিগন্তের শোভায় ভাসে।

কনকনে সেই শীতের আলো
লাজুক লাজক ভাব,
ঠাণ্ডা মেজাজ সবুজ ঘাসে
শীতের আলোর তাপ।

পৃথিবী আজ অভিভূত
সূর্য স্বরুপ দেখে,
পূর্বাচলের নিপুন হাওয়া
স্পর্শ  চোখে মুখে।

আজি নরম পরশ ভোরের আলো
বিমোহিত চারিধার,
শ্যামল বরণ আস্তরণে
পৃথিবীর এপার -ওপার।


রচনাকাল
১২-১২-২০২০
আবুধাবী