আযানের ধ্বনি প্রভাতের আবছা আলোয় ভেসে আসে সুমধুর,
মুয়াজ্জিনের কন্ঠে রোজাদারদের আহ্বান,
সেহেরীর আসরে মদিনা যেন আপন ঘর।
মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে রোজাদারদের দুর্গের দ্বার খোলে,
ইসলাম-রবি, জ্যোতি তাঁর জ্বলে, সিয়াম সাধনার বলে।
ঐশ্বর্যের স্বরূপ বান্দার বাসনা স্তরে স্তরে পুরণ করে ,
বীর মুসলিম সেনাদল রোজা রেখে ডাকে,
পাঁচ ওয়াক্ত জায়নামাজের আসরে ।
পুষ্প বৃষ্টি আকাশ পানে বিশ্ববীণা বাজে মনে,
অনাগত দিন স্বর্গের বাসর,রমজানের প্রতি ক্ষণে ।
মসজিদে,মসজিদে কর দীন আলোচনা আল্লাহর সৃষ্টি কুরআন,
নামাজে দাঁড়িয়ে সুর করে পড় সুরা ওহে মানব মুসলমান।
রচনাকাল
০১।০২।২০১৪
আবুধাবী