সন্ধ্যের আগের বেলা
মেয়েটা কলসী কাঁখে চলা,
ও মেয়ে তোর নাম কিরে ?
মেঘের উপরের রঙ-
সেজেছিস কি সঙ ?
নাতো !
নামের এত বাহার কেনো ?
মেয়েটি মুচকি হাসলো, গোলাপ যেন।
সন্ধ্যা আঁধারের আলো,
ঝাপসা গাছপালা কালো।
আকাশ জুড়ে মেঘের খেলা,
এই মেয়ে তুই কি করছিস অবেলা ?
মেয়েটি হাসলো জোনাক ছলে,
নামলো হাঁটু জলে
কলসী নিলো ভরে
সে যে তাকায় বারে বারে।
তার চাহনির সেকি রূপ!!
যেন মনের কোণে সুখের স্তুপ।
লুকোচুরি চোখ মিটিমিটি আলো,
আমার নয়ন তারে দেখেছে ভালো ।
কেবল জলের শব্দ ঝু--প্ ঝু--প্ ঝু প
কোমরে কলসী ওঠালো ,হাঁটলো খুউব।
এই মেঘলা ক্ষণে , আমি তার সনে
হাঁটলাম তারি পিছু ,ভাবলাম ক্ষণে
মন চাইলো আহা একটা গান ধরি,
ভাসায় মন, প্রেমের ডাঙার তরী
চারিদিকে কালো মেঘের ঘটাখানা
ধুরুম ধুরম বাজ-বিজুলি দিচ্ছিল হানা!!
সামনে এক খানা ভাঙ্গা ছনের কুঠির ,
মেয়েটি সেথায় আশ্রয় নিলো, আমি বাহির।
বৃষ্টিরা দলে দলে দিলো হানা,
আমি ভিজে যাচ্ছি ষোলো আনা ,
মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো
মেয়েটি কি বুঝে বৃষ্টিতে নামলো।
এসে ধরলো আমার হাত,
যেন লুকোচুরি প্রেমের গল্পের শুরুয়াত।
রচনাকাল
২৯।০৬।২০১৭
ইউ এ ই