আজি প্রভাত রবির রব উঠেছে,
হাসছে বিজয় হাসি,
দূর্বা ঘাসে শিশির জমা
উল্লাস রাশি রাশি।।

ঘরের ছেলে আসবে ফিরে
মায়ের খুশি ঢের,
সকাল হয়ে বিকেল গড়ালো
শুধু সময়ের হের-ফের।

এলো না খোকা ঘরে ফিরে
বিজয় এলো ভাই,
হাজার খোকার প্রাণ যে গেলো,
বিজয় নিশানায়।

যেথায় থাকো যেমন থাকো
ভালো থাকো প্রাণের ভাই,
জাগ্রত বিবেক আজও তোমকে খুঁজে
লাল সবুজ পতাকায়।

রচনাকাল
১৬।১২।২০১৯
আবুধাবী