ওরা নিপীড়ন করছে, শোষণ করছে, করছে অত্যাচার
দিন পেরুলে রাত আসে, দুঃখের পরে সুখ ভাসে নিরাকার।
ওরা  স্বার্থবাজ,  বড়ই রংবাজ ওদের  লোভের সীমা নাই,
ভয় নেই  তাদের পরজনমের  ক্ষনাজন্মা  জীবন মোহনায়।  

আকাশে চাঁদ হাসে  চাঁদের বুকে কালো মেঘ ভাসে ক্ষমতায়
কালো মেঘ যত হোক না কঠিন ,কেটে গেলে আসে সমতায়।
আমি ওদের বলি , যারা চালায় অস্ত্র গুলি- ওরে জীবন মানে বুঝ,
কি দিয়ে গেলি এই সংসারে কি নিলি পরপারে তার মানে খোঁজ ।



রচনাকাল
১৩।০৮। ২০১৭
আবুধাবী