ঘুম থেকে উঠি,অফিস আদলতে ছুটি, স্নরণ করিনা তোমায়,
ভাবি শুধু ধন লাভে, কী করে  জীবন যাবে, এই ভাবনায়।  
চোখে মুখে ব্যস্ততা, বিলাস বহুল খর্বতা, জীবনের জন্য পুঁজি,
রঙিন  আলোয় ছায়া মাখি,যতনে নিজেকে রাখি, এই সুখ বুঝি?

ভবে যেই করে দান তাঁকে দাও প্রতিদান, ইহা জগতের প্রাণ  
দুর্বোধ জগতমাঝে এই সংসারের প্রতিভাজে এতে হয় অবসান।
আমায় যে দিয়েছেন প্রাণ, পাই জীবনের  ঘ্রাণ, তাঁকে যে ভুলে আছি,  
যার ইশারায় জগত চলে প্রতিক্ষণ প্রতিপলে তাঁকে ভুলে কি করে বাঁচি?

মানব, যিনি আল্লাহ  যিনি ঈশ্বর তিনি পরমেশ্বর,
শত ব্যস্ততায় ভুলো না তাঁকে তিনি যে জগত অধীশ্বর ।


রচনাকাল
২৮। ১১।২০১৭