যতোদিন রবে এই নিঃশ্বাস
ভাবনার উর্বরতার আশ্বাস
কত কী করি !
ভুল শুদ্ধের ছড়াছরি।
কখনো শুভ্র মেঘ,কখনো ধূসর
ভালো-মন্দের খেলা ঘরে
হচ্ছে পাপ-পূন্যের পরিসর।
দিন বয়ে যায়, জীবনের পাতায়
যুগল জীবনী,কখনো নিঃসঙ্গিনী
তবু চাওয়ার শেষ নেই।
পাওয়ার খাতিরে মানুষ কত কি করে!
তৃষ্ণা আর তৃপ্ততা লোভে ধরে ঘিরে
সেদিকে তাকানোর সময় নাই।
এই যদি জীবন হয়!
উপসংহার নিয়ে ভাবতে হয়।
ভাবো তবে একবার, নিপুণতা দরকার,
এই মানব জীবন সংসার।
রচনাকাল
২৯-১১-২০২০
আবুধাবী