জাগতিক জীবনে, মুজিব মানে মানবের অহংকার,
তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন বংলার অলংকার।
রন্দ্রে রন্দ্রে পরতে পরতে, মানব মুজিবীয় জয়কার,
জনক তুমি এক দুর্বার ভয়হীন ,শেখ মজিব নাম যাঁর।
নয়ন কাঁপনো হুংকারে পালালো হায়নারা ছিঁড়ে ছারখার।
বঙ্গ জনক তুমি মহীয়ান, সেরা বাঙালী তুমি যে সবার।
বন্ধু তুমি, হিতৈষী তুমি, ছিলে স্বপ্ন জ্ঞানের সম্ভার,
শেকড় থেকে শিখরে নিয়েছ বাংলা, কৃতজ্ঞতা তোমার।
খর্ব করেছে, পাকীদের অহংকার, স্বপ্নের অঙ্গীকার ।
মনের মাঝে,চিরদিন রবে হে বাংলার শিরধার -
জীবনে মরণে কেউ ভুলবে না তোমায়, এটাই অঙ্গীকার।
বুকটা তোমার , যেন পরশ পাথর, মায়া মমতা সমহার ,
রক্ষা করেছ, বাংলার মানুষদের, অগ্নিশিখা পারাপার।
রবে তুমি, গ্রাম-বাংলার পথে প্রান্তরে যুগ যুগান্তর ,
হবে না মলিন, তোমার স্মৃতি হোক জীবনের সংহার ।
মান মর্যাদায় উর্ধ্ব শ্রেষ্ঠ বাঙালী শত বর্ষে হে মুজিবর
নয়ন জুড়ানো মায়াবী ছবি, নীতি বাক্যে অতি নেত্র প্রখর।
রচনাকাল
১৬।০৩।২০২০
আবুধাবী
মুজিব শতবর্ষ