দুঃখের মাঝে সুখের চাষে খুঁজি,বর্ষভরা পুঁজি,
ভাগ্য আমার হাসে ফ্যালফ্যালিয়ে,
                          মন মরলিরে তুই বুঝি।
নদীর ধারা বহে যেমন কঠিন স্রোতের  টানে,
আঁখি নদী আজ ভেঙ্গে যাচ্ছে,ভরা মৌসুমে,
                              প্রবল কষ্টের বানে।

সূর্য চাঁদে গ্রহণ লাগে, চাঁদের স্বরূপ মুছাতে,
কিসের আশায় তীরের নৌকা ডুবালে,ঝড় উঠালে মনে।
নয়ন জলে সাঁতার কাটে, তোমার ছলনার কবিতা
অবুঝ মনের আশার নীড় টুটে খান-খান, বানালে ছবি তা।

রজনী কাটে বালিশ চেপে,নীরব মনের আঁচলে,
কেনো আঁখি কোণে ভাসিয়ে কাঁদাতে,
                        আয়োজন করে কষ্ট  সাজালে ।
বিষাদ কালো কষ্টের রূপে, অন্তর করলে,সব ফক্কিফাঁক,
ডিগ্‌বাজি খাই আচম‌্কায় আপন মনে,
                               কেনো করলে এমন চর্কিপাক।

কত শত স্বপ্নের স্বরলিপি শেখালে আমায় মনের মোহনায়,
তবে আজ কেনো হৃদয়ে গীতঝংকার বাজিয়ে ভিড়লে,
                                       অন্য চিত্তের সীমানায়?


রচনাকাল
৫।০৭।২০৭
আবুধাবী