নিদ্রা সুখে বসত করে প্রাণের প্রিয়তমা
কাল নিশিতে স্বপ্নে গেলাম, বলল কথা জমা।
একটু  আবেগ একটু মান অনুরাগের খেলা,  
দু'ই চোখে তার স্বপ্নবিলাস, মনে সুখের মেলা।

রহস্যভেদ তার গোপন কথা বলতে চেপে গেল,
সিন্ধুভাবের বিজয়রথের মধুর সোহাগ  পেল।
আমি হাসতে গিয়ে থমকে গেলাম, বুঝে নিলাম তাকে
অনেক কিছু বলতে চায় যে, ভালোবাসি আমি যাকে ।

চতুর মুখে সুদর্শনা, আলতো হেসে কয়,
প্রেমের পদ্য লিখলো যে সে মনে যা লয়।
হিমেল বাতাস তারি কন্ঠে দিলাম নাকি ফুঁ
হাসতে হাসতে পাগলিনী কোকিল ডাকা ক্যু।

আমি নাকি তার প্রেমের কবি, ইয়া বড় দাঁড়ি
শত কবিতা লিখে রেখেছি লাইনে লাইনে সারি।
প্রতি লাইনে  তার নামের উপমা কবিতার ঢঙ্গে
প্রেম-বারিষায় ভিজিয়ে রেখেছি কাব্য কথার রঙ্গে।

এমন শুনে আমার মনে  ভিড়ল প্রেমের তরী  
লিখি না হয় কয়েক লাইনের বক্ষ যুগল পরী ।  
"হীরামন পাখি",লিখে আমি থমকে গেলাম হায়,  
কি লিখব আমি তারি কথা  পরাণ যে জ্বলে যায় ।

রচনাকাল
৬।১২।২০১৭
আবুধাবী