আমি জানি, তুই আমায় বাসিস ভালো,
তোর চোখে কথা বলে,
আজ আকাশের বুকে কাজলের রঙ
চাহনিতে প্রেমের তলে ।
মুখে তোর বিষ ছিটানো,কথার ধরণ
অন্তরের প্রেমের রঙ,
আমি জানি, তুই আমায় বাসিস ভালো
তবে করছিস কেনো ঢং।
বিকেলবেলা, আমি যখন তোর তল্লাটে
খেলার ছলে খেলি,
খেয়াল করি , তোর চোখের পানে
হচ্ছে প্রেমের হলি।
তোর ভাবটা তখন,বেজায় কঠিন
যেন অগ্নিগিরির বান,
অদৃষ্টে আমার একি লিখন!
কেঁদে উঠে প্রাণ।
যাচ্ছে মাস, যাচ্ছে বছর, এমনি করে
ঘুড়ি ছেঁড়া প্রেমের জ্বর,
তৃষাতুরা মন আজ বড়ই আকুল
না বলার বেদনারা থর থর।
চোখের দেখার শেষ যে কোথায়
তা আমার জানা নাই,
আমি জানি, তুই আমায় বাসিস ভালো
মনের সীমানায়।
সেদিন হঠাৎ করে এলো, খামের চিঠি
তোর বিয়ের রঙিন কার্ড ,
জীবন যেন সেখানে থমকে গেলো
হারানো প্রেমের আর্ট ।
রচনাকাল
৪।০৫।২০১৭
ইউ এ ই