খ্যাতি তোমার সৃষ্টির শুরু কর্ম নামক ভাবে,
এই পৃথিবী রূপের স্বর্গ আসা -যাওয়ার কলরবে ।
বেদনারা এসে হানা দিবে, সুখের সুবাস ঘাসে
সেই সুবাসে মোহিত হয়ে বেদনারা যাবে তাসে।
সেই সব তোমার সৃষ্টির ফসল দেনা-পাওনার চরে
তোমার সৃষ্ট যত ভালো কর্ম বাঁচিয়ে রাখবে ওরে।
প্রভাত হাসে আলোর তেজে, সৌহার্দ্য ভুবন দ্বারে
উৎসর্গ করো কর্মের ফসল, ও মানব বিশ্বচরাচরে।
আজ তেপান্তরে বাজে মাদল, সত্য মিথ্যার খেলা,
তোমার সৃষ্টি হুংকার দিক, সুস্থ সভ্যতার মেলা।
চাঁদের আলো আর আঁধার কালো, মিলে শুভ্রতা
সত্যের দাপটে মিথ্যের চূর্ণ করো, গড়ে তোল মিত্রতা।
এই পৃথিবী যত সুন্দর আজ তা মিত্রতার অবদান,
যেথায় আছে পাথরে ঘষাঘষি সেখানে খান খান।
রচনাকাল
৭।০৪।২০১৭
আবুধাবী