আজ নিশুতি রাত,
আমরা দু'জন পাশাপাশি,একদম কাছাকাছি,
যেমনি মাছের সাথে জল,
প্রেম যেন আজ উন্মাদ মনের অন্তরায়
আমরা একজোড়া বিলাসী প্রেমের জুটি!!
প্রেম বিলাসে, সুখ খুঁজে ,
আর মন মিলনে নক্ষত্রগতি ভেদ করে
এটা তো ঐশ্বরিক,আত্নজ।
দুটি আত্নার এক ফসলা সুখ,
এরই নাম হয়তোবা সুখ,এরই নাম হয়তোবা জীবন।
রচনাকাল
২০।০৩।২০১৭
বাংলাদেশ