আজ আকাশের বুকে জোছনা হাসে,
আলো ভাসে প্রিয়ে -তুমি নেই কাছে।
আঁধারের কত রূপ- আলোহীন স্বরূপ,
তোমাতে খুঁজি তাতে- অদ্ভুত রূপ।
জাগানিয়া প্রেমে -আমি জেগে আছি,
শিখালে প্রেম যেন ভীষণ সর্বনাশী।
আমি মানিনা সর্বনাশ -যেখানে তোমার বাস
এসো প্রিয়ে এসো এই বক্ষে তোমার আঁশ।
ফোটালে প্রেমের ফুল- আজ অন্যের বকু্ল,
তাই ভেবে ভেবে এই পরান যে আকুল।
তোমার ঘাটে সুখের তরী- বেদনায় পুড়ে মরি,
কেমনে ফেলে গেলে নিবিড় আঁধারে আমায় ছাড়ি।
তোমার উর্বর মনে কত কাটালাম এক ধ্যানে,
শৈশব কেটেছে দুরন্তে যৌবনে হারালাম ক্যনে ?
আজ আমার নদীতে উত্তাল জোয়ার,
আমার জীবন যেন সদা সংসার অসার।
আমি চেয়ে থাকি আকাশের পানে ,
দেখি কালো মেঘেরা হাসে আনমনে।
আজ তোমার খোঁপায় সুখের ফুল,
একি প্রেমের সাজা নাকি জীবনের ভুল ?
রচনাকাল
৮।০৫। ২০১৭
ইউ এ ই