আমার নিজের বলতে কিছুই নেই,
আছে শুধু একটা ঘর—কুঁড়েঘর।
যার মাটির দেয়ালে জমে আছে
অজস্র স্মৃতির ধুলো।
তবু সেই ঘরটিরও দরজাটা
শেকল দিয়ে বাঁধা।

মনে হয় যেন,
এই শেকল আমার স্বাধীনতার শত্রু।
বাইরের আকাশের হাওয়া আসে না,
ভেতরের নিঃশ্বাসে জমে থাকে বেদনায় ভেজা বাতাস।

এই ঘরের দরজায় দাঁড়িয়ে
দেখি না কোনো মুক্তির পথ।
শুধু শেকলের শব্দ—
যা প্রতিধ্বনিত হয় আমার হৃদয়ে।
এই কুঁড়েঘর কি আমার বন্দি জীবন?
নাকি জীবনের একমাত্র আশ্রয়?

তবু আমি তাকিয়ে থাকি—
এই শেকল একদিন খুলে যাবে।
আমার কুঁড়েঘর হয়ে উঠবে আকাশ,
যেখানে একাকীত্বের বদলে থাকবে
স্বপ্নের উড়ান আর জীবনের গান।

—শুভ রাম (কাব্যবৃত্ত)