আমি তোমাকে যতটা ভালোবাসি,
ততটা আমি আমার লেখার শব্দে গাঁথতে পারি না।
যেমন ট্রেন চাইলেই রেলগাড়ি থেকে নামতে পারে না,
ঠিক তেমনই আমি আটকে আছি—তোমার নামের পথ ধরে।
তোমার নামেই বেঁধে রাখা এক জীবনের বন্ধন।

তুমি জানতে,
সেখান থেকে আমাকে নামানো অসম্ভব।
তাই কি তুমি জোর করে ভেঙে দিলে আমাকে?
এক দুর্ঘটনার মতো ছিন্ন করলে রেলগাড়ির সব সংযোগ।
আমি উল্টে পড়লাম,
আজও পারলাম না উঠে দাঁড়াতে।

আগে প্রতিটি দিন,
আমার রেলগাড়ি ঝনঝন করে জীবনের সুরে চলত।
এখন সেই সুর নেই।
শুধু পরিত্যক্ত একটি ট্রেন পড়ে আছে,
নিঃশব্দে, অবহেলায়।

তুমি কি বুঝতে পারো?
তোমার ছোঁয়ায় যাত্রা শুরু হয়েছিল।
তোমার দূরত্বে থেমে গেছি,
এক ফেলে আসা ট্রেনের বগীর মতো,
যার গন্তব্য আর কখনো দেখা যাবে না।

—শুভ রাম (কাব্যবৃত্ত)