কুয়াশা ঘেরা প্রভাতে এই শীতের আমেজে,
পথে হেঁটে চলে বহু পথিক চাদর ঢাকার সাজে।
শীতের সকালে সূর্যদেব ওঠে না যে তাড়াতাড়ি,
তাইতো খেঁজুর রস বিক্রেতা যাচ্ছে ছেড়ে বাড়ি।
আনন্দিত হয়ে সে সকলের মধ্যে খেঁজুর রস বাটে,
সেই কারণেই যাত্রা করেছে বাঁকে রস নিয়ে এক হাটে।
চাদর গায়ে তার পাশ দিয়ে লোকগুলি যাচ্ছে চলে,
তারা যেন শীতে কাতর শিশির ভেজা জলে।
রসের হাঁড়ি নিয়ে হেঁকে যায় রসওয়ালা,
এইভাবেই চলছে কুয়াশা ঘেরা পথে তার পথ চলা।
রস বিক্রির করলে পরে তার মুখে ফুটে উঠবে হাসি,
তার খেঁজুর রস পান করে তৃপ্ত হবে সকল বঙ্গবাসী।