স্বয়ং যত কিছুর করবে প্রত্যক্ষ,
তত বাস্তব সম্পর্কে হবে দক্ষ।
স্বয়ং প্রত্যক্ষ না করে করো না কিছুর বিশ্বাস,
হতে পারে কিছুজন দিচ্ছে মিথ্যে আশ্বাস।
প্রকৃতি প্রত্যক্ষ শুধু চক্ষুর মাধ্যমে হয় না,
প্রত্যক্ষ পঞ্চ ইন্দ্রিয় ও মন ছাড়া হয় না।
শিখতে হলে প্রকৃতি দর্শন করে শেখো,
প্রত্যক্ষই সকলকে সঠিক দিশা দেবে দেখো।
স্বয়ং প্রত্যক্ষই মানুষকে বাস্তববাদী করে তোলে,
কোন কিছু প্রত্যক্ষ না করে পরো না কারোর ছলে।
প্রকৃতির নিকটে রয়ে ভালো কিছু গ্রহণ করো,
অন্তর থেকে মন্দগুলিকে বর্জন করো।