মহাত্মাজী, মহাত্মাজী তোমাকে প্রণাম,
নামটি তোমার গান্ধীজী হাজারো সেলাম।
মোহনদাস করমচাঁদ, গুজরাটকে করলে মহান
সবরমতী হল তাই সবার আশ্রয় স্থান।
লবনের জন্য করলে তুমি ডান্ডী অভিযান
ব্রিটিশ রাজের ভিতটি তাতে হল খান খান।
১৯৪২-এ বললে তুমি "ভারতবাসী কর কিংবা মর",
ব্রিটিশকে জানালে তুমি "তোমারা ভারত ছাড়"।
স্বাধীনতা এল যখন বুকে নিলে গুলি,
নাথুরামের হাতে দিলে প্রাণ, আমরা কি তা ভুলি?
শোকের সাথে করি স্মরণ ৩০শে জানুয়ারী,
মনটি যেন থাকে মোদের তোমার চরণ স্মরি।