চলছে ঘোর কলিযুগের সময়,
অনেকে মেতেছে লোভ ও হিংসায়।
এই যুগের নারীরা নয় সুরক্ষিত,
হচ্ছে পিশাচ দ্বারা ক্ষত।
চেতনা নেই এদের হবেও না আর,
মুখোশধারী মানুষেরা করছে ছাড়খাড়।
দেখে এইসব লাগে না আর ভালো,
সব যে দেখছি আঁধার কালো।
হে ঈশ্বর তুমি এসো নব অবতার রূপে,
করো এযুগের প্রতিকার স্বরূপে।