ইচ্ছে ঘুড়ি ও ইচ্ছে ঘুড়ি, উড়বে তুমি আকাশে।
শুভ্র মেঘের ভেলায় ভেসে, কোন মনোরম আবেশে।
তুমি যদি যাও পাখির মতো উড়ে,
গাইবো তবে মোরা প্রকৃতির সুরে।
লাল, হলুদ, সাদা, কালো, এলো যে ঘুড়ির মেলা।
ছেলেরা আনন্দে উঠেছে মেতে, হবে এবার খুশির খেলা।
বাতাস তোমায় নিয়ে যাবে কত যে দূরে,
সুতোর বাঁধন কেটে গেলে ভুলে যাবে মোরে।