শরীর বলে হৃদয় তুমি থাক আমার বুকের বাম দিকে,
তাইতো আমি দর্শন করতে পারি চারিদিকে।
জীবন বলে হে হৃদয় তোমার রয়েছে হৃৎস্পন্দন,
তাই তুমি কি সর্বদা বেঁচে থাকার জন্য করো আন্দোলন!
মন বলে হে হৃদয় তোমার সঙ্গে রয়েছে আমার মিল,
কখনই ভঙ্গ করতে পারবে না কোনো শীল।
বিশ্বাস বলে হৃদয় তুমি করো কেন প্রথমে সবাইকে বিশ্বাস?
পরে বুঝতে পারবে কিছুজন দিয়েছে মিথ্যে আশ্বাস।
তাই শুনে বেদনা বলে যাদের হৃদয় হয় নরম,
তাদের বেদনা হতে পারে না কম।
ক্রুদ্ধ কঠোর শুনে বলে হৃদয় আমি হতে পারি চরম কঠোর,
সকলকে করে দিতে পারি শক্ত-পাথর।
জানো যাদের হৃদয় হয়ে যায় শক্ত,
তাদের কখনোই ভয় লাগে না দিতে রক্ত।
শুনে শান্ত বলে তুমি বলেছো ঠিক, তবে সর্বদা লাগে না রক্ত,
সবাইকে করতে পারি শান্ত, তাইতো অনেকেই আমার ভক্ত।
হৃদয় শেষে বলে কোথায় গেল আশা, আনন্দ, রাগ, অভিমান?
শুনে শান্ত বলে এটাই হল সকলের প্রতি হৃদয়ের টান।