কাল নয়ন দুটি দেখেছিলাম যার,
নাম অজানা আজও তার।
নয়ন গুলি পারছি না ভুলতে,
আমি জানি না কারণ,কিন্তু যাচ্ছি হারিয়ে যেতে।

কেন হল অদ্ভুত নয়নের টান?
আমি যেন হয়ে যাচ্ছি দিশেহারা প্রাণ।
তুমি কে,থাকো কোথায়! আমার নেই জানা,
সেই দিন,বাক্যরুদ্ধ হয়ে বেশি বলতে পারলাম না।

জানি না কি ছিল সেই অনুভব,তুমি ভালো থেকো এটাই বলতে ইচ্ছে হল,
আমি যেন নয়ন দুটিতে ডুবে যাচ্ছিলাম মনে হচ্ছিল।
এটা কি অদ্ভুত মায়ার ছলনা?
কেউকি বলবে মায়াবী চক্ষুর দৃষ্টান্ত কিনা?