পৃথিবী হয়েছে আজ বিপন্ন,
নেই অনেক মানুষের মুখে অন্ন।
চারিদিকে শুধুই হিংসা-হানাহানি,
নেই কারোর মানামানি।

যুদ্ধে চারিপাশ আজ রক্তাক্ত,
এই দৃশ্য আমাদের করেছে উত্যক্ত।
নেই আজ আনন্দের সমাহার,
সর্বত্রই দেখি শুধুই হাহাকার।

সহ্য হয় না এই পৃথিবীর বুকে যন্ত্রনা,
চাইনা কোনো মিথ্যা সান্ত্বনা।
দেশ হতে দেশান্তরে না হোক দ্বন্দ্ব,
আসুক ফিরে পৃথিবীতে নিজ ছন্দ।