আমাদের সকলের গর্বের প্রিয় বিশ্বকবি,
বাইশে শ্রাবণ আসলে পরে মনে পরে তোমার ছবি।

সাগরের ন্যায় সাহিত্যের ধারায়,
অসংখ্য সঙ্গীত, নাটক, গল্প কবিতায়।

প্রকৃতিপ্রেম, মানবপ্রেম ও স্বদেশপ্রেম ছিল তোমার হৃদয় সুরে,
তাই তুমি আজ বিশ্বকবি সকল বিশ্ব জুড়ে।