এই পৃথিবীতে নারীরা পারে না,
নেই যে এমন কিছু
তারা করছে জয় বহুকিছু।
ইতিহাসের পাতা উল্টে যদি দেখি,
অতীতে তত নারীদের বীরত্বের কথা জানতে শিখি।
প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা চাওলা;
করেছেন তারা ভূপৃষ্ঠ থেকে মহাকাশকে জয়,
মোদের নারীরাও যেন এমনই হয়।
নাসা বলে সুনীতা তুমি পৃথিবীর মেয়ে,
মহাকাশ স্টেশনে পাঠালো তাই বারে বারে,
মোদের সুন্দর এই পৃথিবী ছেড়ে।
নয় দিন পর আসবে বলে,
গেলে বোয়িং যানে চড়ে ।
এবার চতুর্থবার মহাকাশ জয়,
দৈব দুর্বিপাক, নাকি নাসার ভয়!
নয় দিনের বদলে হলো যে নয়টি মাস,
তুমি পৃথিবীর বক্ষে নামলে ছাড়লো দীর্ঘশ্বাস।
তুমি শুধু নও এক নাসার নারী,
তোমার সাথে ছিল আরও নভোচারী,
নাম যে তোমার ভারতীয়,
দেখবো এবার তোমাকে নাসা নেয় কেমনে কাড়ি।
তোমার পিতা-পিতামহ,
আত্মীয় স্বজন আরও কেহ,
সবাই যে তারা ভারতীয়।
উদ্বেগ উৎকণ্ঠায় ভারত আছে চেয়ে,
তুমি যে মোদের ঘরের মেয়ে।
কে তোমাকে হারাতে চায়,
নাসা ছেড়ে ইশরোতে এসো,
নাসাকে এবার বলে কয়ে।
এসো ফিরে পিতা মাতার চরণ চুমে,
বরণ করে নিবো মোরা,
তোমাদের এই পিতৃভূমে।