খেলছে দেখো ছোট্ট ছোট্ট পাখি
সমগ্র আকাশে,
বয়ে নিয়ে যায় তারা
মিষ্টি গন্ধ বাতাসে।
শিউলি ফুল ফুটলো ওই
কাশ ফুলে লাগে মনে দোলা,
শীত আসছে জানিয়ে দিল
শিশির কুয়াশার মেলা।
দুর্গা পুজোর আনন্দে হয়েছে
সকলে মাতোয়ারা,
তাই সবার সাথে হব আজ
আমিও বাঁধন ছাড়া।
ঢাকের কাঠির মিষ্টি তালে
আকাশ সাজে নীলে,
স্বচ্ছ আকাশে ভেসে বেড়ায়
উড়তে থাকা চিলে।
বিদায় কালে প্রশ্ন করে
ছোট্ট ছেলের মন,
'ঠাকুর, তোমায় যেতেই হবে
আবার বিসর্জন'?