ভাষার জন্যে গর্ব করুক
তবে...
আগুন-ধারায় নামুক ভাটা
হৃদ-নদীতে প্রেম ভরুক...

ভাষার জন্যে আগুন জ্বলুক,
তবে,
জ্বালাতে নয় কারো শরীর,
সে আগুনে দীপ জ্বলুক...

ভাষার জন্যে প্রেম আসুক,
তবে,
প্রেমের জন্যে মৃত্যু নয়,
মন-বাগিচায় ফুল হাসুক...

আমার মনেও মন আসুক,
ভাষার জন্যে কূল ভাসুক,
তবে
সবার জন্যে সে হাসুক...

সবার জন্যে হাসুক সে
রয়েছে যারা চারপাশে
এক ভারতের একাত্মতার
স্বপ্ন দেখুক স্বপ্নে সে...
তবে
স্বপ্ন দেখুক বাংলাতেই...
পাঞ্জাবী হোক, উড়িয়া হোক
গুজরাটি বা মারাঠিকেও
ভালোবাসুক বাংলাতেই...