কী চাও?
পুড়ে শেষ হয়ে যেতে
বাঁচতে চাও না ?
না...
কেন ?
এতো অন্ধকার ভালো লাগে না
মন খারাপ?
হুঁম...
আঘাতে?
শুধু কি তাই?
অবিশ্বাসে ?
হুঁম...
ঘৃণায়?
হুঁম...
অবহেলায়?
হুঁম...
কী চাও?
ভালোবাসা...
কেমন?
গভীর...
সে কেমন মানুষ হবে ?
আমার মতো
সে কখন কথা বলবে?
যখন আমি চাইবো
তার ভালোলাগা?
আমার সাথে মিলবে
সে হাসবে?
শুধু আমায় দেখলে
আর কি চাও?
অনেক ভালোবাসা...
তুমি পুড়ে শেষ হয়ে যাও
কেন?
তুমি শুধু অন্ধকার পাবে
আর বাকি চাওয়া?
পাওয়া হবে না
কেন ?
তুমি তো ক্রীতদাস চাও,
প্রেমিকা নয়...