মাঠের মাঝে সবুজ ঢেউয়ে
কুসুম ভরে হিয়া,
প্রাণের সখা রবিনঠাকুর
তারে কোথায় পাব প্রিয়া ???
চোখের বালির নবীন তানে
মুকুলে মঞ্জরি,
হারিয়ে তোমায় রবিনঠাকুর
অশ্রু হয়েই ঝরি |
গোধূলি যখন পথের মাঝে
অভিমানের খেয়া,
আকাশজুড়ে মেঘের সাঁঝে
তারে কোথায় পাব প্রিয়া ???
সহজপাঠের অচিনবায়ু
নয়নে রাত জাগে,
সিন্ধুপারে বিদেশীনির
একটুকু ছোঁয়া লাগে |
চোখের অনন্ত যৌবনে সাজে
প্রণয় দেয়ানেয়া,
শারদীয়ার রবিনঠাকুর
তারে কোথায় পাব প্রিয়া ???