চাঁদের গায়ে কলঙ্ক আছে
ভুলছ কবিতা কেন?
জোছনা তুমি, আমার দুচোখ
চন্দ্রগ্রহণ যেন |
হয়তো আমি অজানা পাখি
মিছেই তোমায় ডাকি,
দিন আসেনা জীবনে আমার
রাত এখনো বাকি |
কখনো যে ঘুমোতে পারেনি
ঘুম পাড়াবে তাকে???
হতে পারোনি এমন পাখি যে
সাড়া দেবে একডাকে |
পৃথিবীর একদিকে দিন
আরেক দিকে রাত্রি,
তোমার দিকটা দিন হবে; আমি
রাতের অভিযাত্রী ! ! !
কলরব আমি ঘৃণা করি
নির্জনতাই প্রিয়,
আলো না হয় নাই বা দিলে
একটু আঁধার দিও |
আধমরা এক সত্তা আমি
সৃষ্টিছাড়া জানি
তুমি হবে রাত্রি-কুসুম; আমি
নিষ্পাপ ফুলদানি |