অন্তরে বেদনা পাখি আছে, চিরদিন চেয়ে থাকে চোখে,
তুমি তার খুলে দিলে বেড়ি, পরিণত হব ধর্মাশোকে ।
বেদনা নামের দুটি পাখি, আমাকেই খুঁটে খুঁটে খায়,
দুজনের রকম প্রভেদ, চিরদুঃখী এক
আরেক অনন্ত সুখ চায় ।
সুখ কিংবা দুঃখ দুটিই বেদনার সমার্থক ভাষা,
আমি তো মুক্ত হব পাখির বাঁধন থেকে - এই অভিলাষা ।