সহনের সব সুর-
দহনের আগে শুনায় সতর্ক বাণী,
পথিক গুছিয়ে নেয় জীবনের লেনদেন;
সম্ভব যতখানি ।


দৃষ্টিকে বিস্ফারিত করে দেয় দেখা-
জগত কাঁপানো হুংকার,
পথিক বুঝে আর নেই সময় বাকী;
ছাড়তে হবে এ ভূবন , এ প্রিয় সংসার ।


ইচ্ছার প্রবল তুমুল আকুলতা
ব্যর্থ হয় সকল আবেদন;
পেতে ধরনীর বুকে এতটুকু ঠাঁই।
পান্ডুর মুখে পথিক জানিয়ে দেয়-
যাই , আমি তবে যাই ।

লোভ , হিংসা , কার্পন্য কিংবা ধন
কিছুই নেয়না পথিক,
সবই থাকে জগতের পরে;
পরিচিত চেনা জন শুধু মনে রাখে-
ভালবাসার কথাটুকু হৃদয় সরোবরে ।