মিছিলে মিছিলে আমরা যখন প্রকম্পিত করেছি শহরের প্রধান সড়ক, সমাজতন্ত্রের দাবীতে;
বিশ্ব রাজনীতির জটিল মন্ত্র বোঝার মতো যথেষ্ট বয়স তখনো আমাদের হয়নি।
আমরা তখনো বুঝে উঠতে পারিনি
নব্য ঔপনিবেশিকতার কাছে আমরা বিক্রী করে দিচ্ছি,
আমাদের মেধা,মনন,তারুণ্যের সোনালি সময় আর সৃজনশীল সত্তাকে।
বোঝা না বোঝার বয়সে নিজেদেরকে রাজনীতিতে জড়িয়ে আমি ও আমরা , জেলা শহরের সবচেয়ে তুখোড় ছেলেরা,
রাজনীতির বাষ্পশকটে ঢেলেছি নিজেদের যূথবদ্ধ যৌবন।
শ্রেনীশত্রু খতমের যে সংগ্রামে আমরা নিয়োজিত ছিলাম,
দীর্ঘ দু' দশকের ব্যবধানে আজ দেখি:
শ্রেনী শত্রুরা আজো দৌর্দন্ড প্রতাপশালী; আমরাই খতম হয়ে গেছি,
বোঝা না বোঝার বয়সে নিজেদেরকে রাজনীতিতে জড়িয়ে।
দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো!
শ্রেনী শত্রু – খতম করো , খতম করো!
প্রতিশোধ প্রতিশোধ – রক্তে নেবো প্রতিশোধ!
টগবগে রক্তে আগুন ধরিয়ে দেয়া
এসব জনপদ কাঁপানো শ্লোগানে শ্লোগানে,
আমরা যখন প্রকম্পিত করেছি ক্যাম্পাসের সবুজ চত্বর থেকে রাজধানীর পীচঢালা রাজপথ,
সফেদ পায়জামা পান্জাবি পরিহিত
নেতাদের জটিল চরিত্র বোঝার মতো যথেষ্ট বয়স তখনো আমাদের হয়নি!
আমরা তখনো বুঝে উঠতে পারিনি,
আমরা বিক্রী করে দিচ্ছি আমাদের
সম্ভাবনাময় ভবিষ্যতের সকল নিশ্চয়তা!
মধুর ক্যান্টিনে মাখন পাউরুটি খেতে খেতে,
নবাগত ছাত্র-ছাত্রীদের মষ্তিস্ককে
আমরা যেভাবে বোঝাই করেছিলাম
বহুবিধ তন্ত্রের মন্ত্র দিয়ে;
এখন মনে হয় –ওসব ছিল রীতিমতো অপরাধ!
লন্ডন
৫ মার্চ ২০১৮