আমার দু'হাত  
পুণ্যতায় ভরা থাক,
দিও না পাপের গ্লানি
কোনদিন কোনকালে।

সত্য,ন্যায় ও মানবতার পথে
যেন থাকি অবিচল,
এই হোক সুদৃঢ় সংকল্প আমার
প্রতিদিন প্রতি প্রাতকালে।


হিংসাহীন হৃদয়ের ধার
শানিত হোক বারংবার,
আমাকে দাও আলো, হে বিধাতা
আলো দুর্নিবার।

জগতের যতো পঙ্কিলতা
যেন করতে পারি দূর,
সে শক্তি দাও আমায়, হে স্রষ্টা
তুমি-ই শক্তিধর।


যেন ভালবাসি,
ভালবাসা পাই
পুন:পুন: ব্রত করি
পেতে বন্ধুত্বের অটুট বন্ধন,

মানবিক শ্রদ্ধার
আলোকবর্তিকা হাতে,
আমৃত্যু নিজেকে করি
বিশ্ব মানবতায় সমর্পন।


বিত্ত নয়; ঈর্ষাহীন,ঘৃনাহীন
উদার চিত্ত চাই, হে বিধাতা
জীব প্রেমে পূর্ণ করে
আমার এ মন।

জাতি,ধর্ম,বর্ণ আর
ভাষার ভেদাভেদ ভুলে,
আর্ত মানবতায় করি
নিজেকে সমর্পন।


তোমায় প্রার্থনা করি, হে মহান
দাও মেধা প্রজ্ঞা ও জ্ঞান
যেন যেতে পারি বহুদূর,

আলোকিত সমাজের
ব্রত নিয়ে চলি
চাই সৌহার্দ, চাই সম্প্রীতি
অবারিত শান্তি সুমধুর।

লন্ডন
১০ এপ্রিল ২০১৫