কোনদিন পাহাড় দেখেনি যে,
যে দেখেনি কোনদিন নদী
কিংবা সাগরের প্রমত্তা ঢেউ,
তার কাছে প্রেম আশা করা বৃথা,
খুবই স্বাভাবিক-
তার কাছে আমি অচেনা অন্য কেউ ।
কোনদিন সূর্যাস্ত দেখেনি যে,
যে দেখেনি কোনদিন কনকপ্রভ ভোর,
তার কাছে প্রেম আশা করা বৃথা,
খুবই স্বাভাবিক-
তার কাছে আমি আগন্তুক,অজানা অপর ।
কোনদিন ফুল ভালবাসেনি যে,
যে কিনেনি কোনদিন কবিতার বই,
তার মনের সৌন্দর্য দেখতে চাওয়া বৃথা,
খুবই স্বাভাবিক-
তার কাছে আমি আদর্শ প্রেমিক পুরুষ নই ।
প্যারিস
১২ জুন ২০০৮