না মিথ্যার কাছে অপরাজিত আমি,
না সত্যের কাছে জয়ী,
বিপুল মানবিকতায় ঋদ্ধ এ মনে
জমেছে কষ্টের পাহাড় ,
আমি বিদগ্ধ সত্যাগ্রহী।
ক্রোধে ক্রোধে জ্বলেছে দ্রোহের দীপ্ত বাতি
আঁধার করেছে তারে অভিসম্পাত,
প্রজ্জ্বলনের আজ্ঞাবাহী রাতে
টুটিয়াছে মিথ্যার নিন্দিত বিসংবাদ।
না আক্ষেপ নয়; প্রত্যয়ের সুতীব্র চিত্কার,
গ্রহে গ্রহে রটে যায় বিজয়ের বজ্রগাঁথা,
নিশ্চিত পরাজয় ঘটে জাগতিক মিথ্যার,
পৃথিবী প্রত্যক্ষ করে সত্যের বারতা।
প্রভাতের প্রকৃষ্ট আলো
যে এনেছে শানিত সত্যের সুদৃঢ় ব্রতো,
বিপন্ন পৃথিবীর অনিবার্য প্রয়োজনে-
এ সত্য জাগরুক থাকুক
মানবের মনের মুকুরে অবিরত।
নিত্যকামী আপোষে আপাত: লোভনীয় সাফল্য ঘটে,
সত্য যেখানে নির্বাসিত, অযাচিত জ্ঞান,
ধনিক বনিকের মিথ্যার বেসাতি শেষে,
শুরু হোক নিখুঁত মানবিক সভ্যতার
নব নব বিনির্মাণ!
লন্ডন
২৭ মার্চ ২০১৮