নির্মাণে ত্রুটি হলে ভেঙে পড়ে প্রিয় ঘর,
প্রার্থনায় ত্রুটি হলে তুমি কি রুষ্ট হও , হে অবিনশ্বর?
সংসারে ভুল হলে ক্ষুন্ন হয় প্রিয়জন,
তুমি কি মুখ সরিয়ে নাও , হে বিধাতা?
তোমায় যে ভুলে থাকি সর্বক্ষণ।
দায়িত্বে হেরফের হলে,
করে না ক্ষমা পরিবার ও সমাজ।
তুমি কি ক্ষমা করো , হে সর্বেশ্বর ?
আমি যে ভুলে থাকি তোমার নমাজ ।