আর্থিব শব্দের বিঘ্ন ঘটায় অবাধ্য গুন্জন,
অসভ্য যৌবন কুর্নিশ করে সামন্ত শৈশব,
গণতান্ত্রিক গৌরবের খিল খিল হাসি,
লাল নীল বিকিনির মতো ঝুলে থাকে
ধর্মশালার দেয়াল জুড়ে।
ধর্মপ্রান প্রেতাত্মাগুলো উজানের মাছের মতো উঠে এসে ভিড় জমায় আমাদের বিবেক-চত্বরে।
উর্বশীর উরুসন্ধিতে আতরের গন্ধ পেয়ে ঘৃনায় মুখ সরিয়ে নেয় ইতর নাগরিক।আমাদের মৌলিক অধিকার নিয়ে যারা তামাশা করে,ধিক তাহাদের ধিক।
ডিজিটাল আনন্দে ভেসে যায় সারাদেশ,
জনমনে কী আনন্দ, কী অপূর্ব ভোগ!
জননীর শরীরে বস্ত্র নেই,
সন্তানের হাতের মুঠোয় শোভা পায়
ফোর জি সংযোগ।
ফরমায়েশি সূচকের নিক্তিতে উন্নয়নটা কী সাংঘাতিক! চাটুকারদের চ্যানেলে চ্যানেলে চব্বিশ ঘন্টা সীমাহীন মিথ্যার বেসাতি।
ধিক তাহাদের ধিক।
লন্ডন
২১ মার্চ ২০১৮