এক,
পাটাতনে শুয়ে দেখি চাঁদ,
চাঁদের আলো এসে পড়ে আমার মুখে,
যে দেশে যেভাবেই থাকো;
যেনে যাই তুমি নেই সুখে।


দুই,
মুট খুলে যদি দেখতে পেতাম
মুক্তোর ঝিলিক,
জানালা খুলে ভোরের আলো,
অন্তরীক্ষে মেলে দিতাম হৃদয়টাকে,
হৃতকলমে লিখে দিতাম-
কতটা তোমায় বাসি ভালো।


তিন,
জমে থাকা পানির ওপর,
বৃষ্টি পড়ে টুপ।
আর একটি কথাও নয়;
একদম চুপ!


চার,
তোমাকে দেখি আর দেখি-
গ্রিবা থেকে অরুণিমা তলদেশ,
সব উজাড় করে দাও, হে অপ্সরী!
ঊষাগ্নির অনাস্বাদিত  আবেশ।

(উত্সর্গ: আফ্রিকার ক্ষুদ্র একটি দেশ সোয়াজিল্যান্ডকে, যেখানে সুউচ্চ পাহাড়ের চূড়ায় মেঘের দেশে দাঁড়িয়ে মেঘ ছোঁয়া যায়)


লন্ডন
২৪ এপ্রিল ২০১৮