আমি নই , আমার দ্বিতীয় সত্ত্বা তাহাদের ডাকে,
যাহাদের রুপ,রস,গন্ধ সাজানো
পল্লব শাখে ।
আমি নই , আমার দ্বিতীয় সত্ত্বা করে লুট,
কিংবা নিজে হয়ে যায় বিলীন;
রূপসীর রুপোপজীবিন ।
আমি নই , আমার দ্বিতীয় সত্ত্বা নিলাজ ,করে ভুল।
প্রথম সত্ত্বার সাথে তার মিল নেই একচুল ।
আমি নই , আমার দ্বিতীয় সত্ত্বা লোভী।
লোভাতুর,লোলুপ এসব বিশেষন
তার ক্ষেত্রে বেমালুম খাটে,
প্রথম সত্ত্বাকে সে অনায়াসে বেচে দেয়-
লোভ বাণিজ্যের হাটে ।