—
তোমার চৌকস মস্তিষ্কে এখন কারা ঘুরে?
সুদর্শন প্রেমিক?
দূর সাগরের নাবিক?
অথবা টাইম মেশিনের জাদুকর?
কারা বাসা বেধেছে তোমার প্রেমে?
নতজানু হয়ে একদিন সবকিছু নির্লিপ্ত হয়ে যাবে।
শূন্য কোটরিতে পড়ে রবে তুমি,
এবং সবকিছুই হয়ে যাবে ম্লান।
তোমার আর্তনাদ দেখে আকাশের উপরে বসে,
জুড়াবো বিক্ষত হয়ে যাওয়া আমার প্রাণ।
প্রেমিকরা ভেজাবে তোমায় চক্রান্তের রক্তে,
আবদ্ধ থাকবে তুমি চারদেয়ালের বদ্ধ ঘরে।
নাক বেয়ে মগজে পৌঁছাবে প্রেমিকদের দেওয়া আর্তনাদের ঘ্রাণ।
অপর প্রান্তে "আমি প্রাক্তন" বসে বসে,
নিকোটিনের ধোঁয়াই উড়িয়ে দেবো সব দুঃখ,
তোমার অসুখ দেখে দূর থেকে জোড়াব প্রাণ।
তোমার প্রেমে নষ্ট করে দেওয়া আমার প্রাণ।
আমার সুখের বাসর হবে সেদিন,
আকাশের উপরে প্রিয় প্রেমিকা একাকিত্বকে নিয়ে।
যেদিন তুমি মরবে প্রেমিকদের প্রতারণার কোলাহলে,
আমি করবোনা আর দুঃখ তোমার চোখ থেকে ঋণ।
আমার সুখের বাসর-ই হবে সেদিন।
তোমার বাহারী ঠোঁটে যাদের চুমুর কোমলতা বসেছিলো,
একদিন তারা ওই ঠোঁটের উপর সস্থা সমালোচনা করবে।
বলবে,
প্রেম ছিলোনা,
শুধু চুষেছলাম কামনা।
কোনো প্রেমহীন ঠোঁটে আমাদের নেই কামনার যন্ত্রণা।
এসব সার্কাস দেখে নীলের উপরে বসে আমি পশুর হাসি হাসবো,
তোমার যন্ত্রণা দেখে সুখের অসীমে ভাসবো।
আমি হাসবো,
হাসতে-হাসতে তোমাকে এবং তোমার সব স্মৃতি ভুলে যাবো।
এবং ভালোবেসে হাঁপিয়ে তুলবো আমার একাকিত্বকে।