আমার স্বাধীনতা,
আমার জয়,
দেবোনা হতে ক্ষয়,
ডিসেম্বরের বিজয়।
আমার পতাকা,
আমার যুদ্ধ,
আমার রক্তের ভোরে আঁকা,
দেশটির নিশ্বাস আজ রুদ্ধ।
খোলা মাঠে বন্ধুর ভাষণ,
দমে গেছে জাতির আগ্রহ উদ্দিপন।
চোখে ভাসলে সংগ্রামের কথা,
স্বাধীন দেশকে মনে হয়-
পানি গড়িয়ে পড়া ভাঙ্গা ছাতা।
চলছে জাতি আজ অন্ধের ঘাড়ে,
সত্যকথা বললে জিব কাটে।
পরাধীনতার স্বাধীনতা দিয়েছে আমাকে,
মুক্তির কথা বললে মূর্খরা ক্ষেপে।
আজ স্লোগান খোঁজে টিএসসি রেসকোর্স,
হোক আরেকটি মুক্তির জোড়ালো আহবান,
থেকে যাবে জাতির নখ কামড়ানো আফসোস,
যদি না করো পুনরায় মুক্তির সংগ্রামে রক্ত দান।
আমার স্বাধীনতা আমার দেশ মাতা,
একাত্তরের রক্ত হতে দেবোনা ব্যহত,
আমার আর্তচিৎকার আমার নিরব ভাষা,
বীর বাঙ্গালী জাতি আজ শোষনের বেড়াজালে আহত।

১৬ডিসেম্বর,২০২২
📝সাজ্জাদ হোছাইন সাকিব