—
কতো শতাব্দী পেরিয়ে যায়,
সময়ের প্লাটফর্মে জীবন নামক ট্রেন,
নিরলসভাবে চলে হায়!
কতো যাত্রী উঠে মায়া জড়িয়ে,
আমিও চলি সময় গড়িয়ে।
কিন্তু,হুইসেলের তীব্র ঘন্টাধ্বনি শুনে,
একদিন যাবে এ গতি থেমে।
তখন পড়বে তোমরা অনেক কথা রেখে,
এ জীবনের ছায়াপথ থেকে নেমে।
আমিও মুছে যাব হায় সময়ের তীব্র ব্যার্থতায়,
পেরিয়ে এসেছি যত পুরনো বিটের ঘর্ষণ থেকে।
তখন,
মনে করতে যেয়ো কেউ একজন,
যে হতে চেয়েছিলেন,
আমার জানালায় হাত রেখে,
জীবনের শেষ স্টেশন।
✍️সাজ্জাদ হোছাইন সাকিব
১৬ মে,২০২৩