—
সব চাওয়া তো আর পূরণ হয়না এই বাস্তবতায়,
না পেয়েও মেনে নিতে হবে,
মনের বিরুদ্ধে গিয়ে দৃঢ়তায়।
সব পাওয়া তো আর পাওয়ার মতো হয়না,
যা পেয়েছি তা দিয়ে চালাতে হবে জীবন,
চাওয়া-পাওয়া'র পূর্ণতায় কেউ কারো নহে আপন।
তোমাকে আমি চেয়েছিলাম ওই চাঁদের নিয়ন্ত্রকের কাছে,
অধিকার দেয়নি সে তোমাকে ছোঁবার,
তাড়িয়ে দিয়েও ক্ষান্ত হয়নি সে।
তোমার সব স্মৃতি কেড়ে নিয়ে,
যাযাবর করে ছেড়ে দিয়েছে,
এই ভালোবাসাহীন স্বর্গোদ্যানে।
আর একটিবারের জন্য তোমাকে দেখবার ইচ্ছে জাগলে,
পারিনি যেতে তোমার দোরে,
সময় আমাকে তাড়িয়ে মেরেছে,
পারিনি আর কখনো তোমাকে আপন ভাবতে।
একদিন সব নিয়মের বোঝা ভুলে
অবাক দৃষ্টি নিয়ে তোমায় দেখেছিলাম, নয়নাভিরাম কোনো রূপকথার স্বপ্নে।
🖋️সাজ্জাদ হোছাইন সাকিব