হারিয়ে গেলেও হারানোর শোকে ভালোবাসবো,
মনের সাথে এই আমার চুক্তি।
নিজেকে হারিয়ে নিলেও কভুও নাহি দেবো,
তোমার ঝাপসা স্মৃতি গুলোকে মুক্তি।
তোমার যতো আছে মেঘাচ্ছন্ন স্মৃতি আমার মনের ঘরে,
রেখেছি আপন করে ভালোবেসে,
লুকিয়ে দেখি মন খোলে,
আমার অবচেতন মনের প্রতিটি ক্ষণে।

তুমি হারিয়ে যাও,
হারিয়ে গেলে তোমার যাবার শেষ সীমানা পর্যন্ত গিয়ে আমি খোঁজবো।
তুমি নিজেকে আমার থেকে হারিয়ে নাও,
হারিয়ে নিলে তোমার ইচ্ছের শ্রদ্ধায় আরো কঠোর করে ভালোবাসবো।
তুমি কী জানো?
তোমার হারিয়ে যাবার সীমান্ত কতদূর?
যতদূর যাবে তুমি আমাকে ছেড়ে,
আমার ভালোবাসার ঘ্রাণ উড়ে পৌঁছাবে,
তার চেয়েও হাজার মাইল বিস্তৃত সমুদ্দুর।

যতো অবজ্ঞার খাতিরে তুমি আমাকে দেখো,
প্রয়োজনে আরো উপহাস দিয়ে আমার মুখখানি তোমার স্মৃতিতে মেখো।
তবুও মনকে বুঝাবো এই বলে,
কোনো রকম নিজেকে চিনিয়েছি তোমার মনে,
অনাদরের ছলে।
বিশ্বাস করো প্রাণেশ্বরী,
তোমার সব ঘৃণা,উপহাস,অবজ্ঞা আমার নিকট সবচেয়ে বড়ো পাওয়া:ভালোবাসা।
রাত গভীর কালো হলে তোমার সব আচরণ আমার অলীক অনুভবে দেয় ছোঁয়া,
সময়ের আবর্তনে তোমার স্মৃতি আমার মস্তিষ্কে বাজায় ভেরী।
বিশ্বাস করো প্রিয়তমে:প্রাণেশ্বরী।

পৃথিবীর সব ঘৃণা এক করে আমাকে দাও,
বিনিময়ে তোমাকে ভালোবাসা দেবো।
যদি ভালোবাসার চয়ে আমার কাছে আরোও কিছু চাও,
তবে নিজেকে তোমার প্রেমের নামে বেঁচে দেবো।
একদিন আমাদের ঘৃণা ও ভালোবাসার ক্রয়-বিক্রয়ে ছাপিয়ে,
হারিয়ে যাবো সময়ের দরজা ভেঙ্গে।
মৃত্যু প্রেমিকের ফসিল দিয়ে ভবিষ্যতের আরেক উন্মত্ত প্রেমিক লিখবে কবিতা,
ঘণা,অবজ্ঞা,উপহাস মিশ্রিত ভালোবাসার স্মৃতি সমূহের ধূসর কালি দিয়ে,
আমাদের নামে।


✍️সাজ্জাদ হোছাইন সাকিব