—
আমার খালি পায়ে দৌড়াতে দারুণ ইচ্ছে করে,
যদি ধুলোমাখা একটি মাটির পথ পেতাম;
যে পথের চারিপাশে গাছের সারি থাকবে;
থাকবে নিরবিচ্ছিন্ন পাখির কোলাহল;
আকাশে মেঘের জোয়ার;
এবং বসন্ত প্রেমিকার স্নিগ্ধতা;
যদি একটিবার রূপকথার পথটির দেখা পেতাম,
আক্ষেপ গুটিয়ে মৃত্যু অব্দি খালি পায়ে দৌড়ে যেতাম।
আমার তুমুল বৃষ্টিতে ভিজতে মন কাঁদে,
অন্য দুটি হাতের অভাবে বৃষ্টিতে নিজেকে ভিজাই না।
যদি শিমুল তুলোর মতো নরম জোড়া হাত পেতাম;
যার থাকবে ডাগর চোখ;
সাদামাটা ঠোঁট;
লম্বা কোমল কেশ;
এবং বুক ভর্তি প্রেম,
যদি সব কল্পনাকে ছাপিয়ে তাকে ঠোঁটের মধ্যে নিখোঁজ করতে পারতাম,
জীমূতেন্দ্র'র ভয়কে ছাপিয়ে পবিত্র পানিতে ডুবে থাকতাম।
আমার অসময়ে কাঁদতে ইচ্ছে করে,
কিন্তু আমার চোখ কাঁদতে জানেনা,
কীভাবে প্রেমিকার শোকে অশ্রু দিয়ে কারুকার্য করতে হয় তা মোটেও জানিনা।
তাই আমার ভেতর কোনো বিষাদ নেই;
যুদ্ধের আর্তনাদ নেই;
মায়াবী চোখের ছলনার পিছুটান নেই;
কথার কষ্টের অনুভব নেই।
আমার ভেতরের সবকিছুর নাম দিয়েছি সুখ,
সুখের তীব্রতায় বুকে শোক আসেনা,
আমার ভারী কাঁদতে না পারার অসুখ।
🖋️সাজ্জাদ হোছাইন সাকিব