—
জানো কী মেয়ে?
আমার দিবস কাটে,
বিভোর হয়ে তোমাকে চেয়ে।
শীতের শিশিরের ছোঁয়াতে,
লেগে রয় তোমাকে ছোঁয়ার মায়া,
গড়ায় ঘসের কোমলে,
শ্রান্ত করি মোর প্রেমোন্মত্ত কায়া।
জানো কী মেয়ে?
আমার সময় কাটে,
অবস হয়ে তোমার পথ চেয়ে।
কেতকী ফুলের ঘ্রাণে,
খুঁজে ফিরি তোমাকে।
আমার অপেক্ষার খবর কখনো কী,
তোমার আকাশে আসে?
ফুলের ঘ্রাণে ভ্রমরের গুঞ্জনে,
কভুও কী মাতে তোমার মায়া?
যদি মাতে বসন্ত বাতাসে ভাসে,
তোমার যতো কল্পনার ছায়া,
পাঠিয়ে দিও আমার ভাবনাতে।
শুনো মেয়ে,
আমার মন কাঁদে তোমার প্রেমের দ্রোহে।
মনকে আরো কাঁদাবো,
আরো ভাসাবো,
তোমার মায়ার মোহে।
নিজেকে আরো জড়াবো,
তোমার চোখের নেশায়।
আমার বুক টিপুনি প্রেমকে বাঁচিয়ে রাখবো,
তোমাকে ছোঁয়ার আশায়।
🖋️সাজ্জাদ হোছাইন সাকিব