আমিতো কখনো কোথাও বলিনি,
কোনো শ্লোগান,দেয়ালের পোস্টার অথবা স্বৈরশাসকের কণ্ঠ আমার গলায় ভর করে,
কিংবা কলম থেকে জন্ম দেওয়া কবিতার লাইনের আকুতি তে,
কোথাও জোর দিয়ে বলিনি "তোমাকে আমার হতে হবে।"
আমিতো কখনো ভোরের কাকের ন্যায় ডেকে,
চিলের মতো আকাশে উড়ে অথবা কোকিলের মতো বসন্তের গানে,
কিংবা নিশিতে উড়ে বেড়ানো নাম না-জানা পাখির কানে পৌঁছে দেয় নি,
কোনো পাখির কণ্ঠ আমার স্বরে ভর করে এনে কভু ও হাঁক দিয় নি "তোমার আমাকে ভালোবাসতে হবে।"
আমিতো কখনো ঘোষণা করিনি,
নভোচারী হয়ে আকাশ বেয়ে মহাকাশে দাঁড়িয়ে কিংবা প্রত্নতাত্ত্বিক হয়ে মাটির গভীর গিয়ে,
অথবা ডুবুরি সেজে সমুদ্র দেশের গভীরে ডুব দিয়ে,
কখনো ঘোষণা করিনি "তোমাকে আমার সাথে মৃত্যুব্দি থাকতে হবে।"
আমি প্রতিক্ষণে চেয়েছি তুমি ভালো থেকো,
যার সাথে বাস করো এবং যাকে ভালোবাসো তার সাথে সুখে থাকো।
আমি প্রতি সময়-অ-সময়ে প্রার্থনা করছি,
তুমি যার সাথে তারা দেখো,গোধূলির শেষ অব্দি হাতে-হাত রেখে নিভৃতে বসে রাত নামাও,
তার সঙ্গে হাসিতে থাকো।
আমি প্রতি নিঃশ্বাসে চেয়ে চলছি তুমি সুন্দর থাকো,
ক্ষণ-জীবনে ভবিষ্যতের বেলা-অবেলায় বিষাদকে হারিয়ে সরল থাকো।